তিন ঘন্টায় প্রায় ৪০টির মত গান গেয়েছেন আতিফ।
Published : 30 Nov 2024, 04:32 PM
ঢাকায় ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে টানা তিন ঘন্টা পারফর্ম করে দর্শক, শ্রোতাদের সুরের সন্ধ্যা উপহার দিয়েছেন পাকিস্তানের তারকা শিল্পী আতিফ আসলাম।
রাত ৮ টা ৪০ মিনিটে মঞ্চে উঠে পারফর্ম শুরু করে শেষ করছেন রাত ১১ টা ৪০ মিনিটে। এই তিন ঘন্টায় প্রায় ৪০টির মতো গান গেয়েছেন এই শিল্পী।
আতিফের গান শুনে মুগ্ধতা প্রকাশ করে ৪৫ বছর বয়সী লুবনা কাদের গ্লিটজকে বলেন, "কনসার্ট খুব ভালো লেগেছে। আতিফের খুব বড় ভক্ত আমি, আগে থেকেই ভালো লাগে। এই প্রথমবার কনসার্ট দেখছি। সব থেকে অবাক এবং মুগ্ধ হচ্ছি উনার গায়কী ঢং এবং পারফর্ম করার শক্তি দেখে। আধা ঘণ্টা যাওয়ার পর মনে হচ্ছিল এখনই কনসার্ট শেষ হবে। এটাই শেষ গান। কিন্ত না, একটার পর একটা গান চালিয়ে যাচ্ছেন। যা আমাদের মুগ্ধ করছে।"
নুসরাত জাহান নামের আরেক দর্শক বলেছেন, "দুই ঘণ্টা পারফর্মের পর যখন ১১টা বেজেছে, ভেবেছি আতিফ বিদায় নেবেন। স্টেজের সামনে থেকে বের হয়ে গেইটের দিকে যাচ্ছিলাম। গিয়ে শুনি উনি 'তাজদার-ই-হারাম' গান ধরেছেন। আবার ফিরে এলাম এবং এটাই শেষ নয়। বিদায় নিয়ে ও সবার অনুরোধ রক্ষা করতে আরও ৫টি গান করেছেন। আমার দেখা এ বছরের সেরা পারফর্ম।“
শুক্রবার বিকেল ৫ টায় আর্মি স্টেডিয়ামে কাকতাল ব্যান্ডের গান পরিবেশনা দিয়ে শুরু হয় এই কনসার্ট। ব্যান্ডটি 'গোলকধাঁধা', 'আবার দেখা হবে', 'সোডিয়াম', 'ওপেন সিক্রেট', 'চরকি'সহ একাধিক গান দিয়ে এক ঘণ্টার বেশি পারফর্ম করেছেন।
এরপর ৬টা ৫০ মিনিটে মঞ্চে আসেন পাকিস্তানের শিল্পী আবদুল হান্নান। 'ইরাদে' গান দিয়ে পারফর্ম শেষ করে দর্শকের উদ্দেশ্যে এই শিল্পী বলেন,"আমার জীবনে সবচেয়ে বেশি দর্শক নিয়ে করা কোনো শো এটি। বাংলাদেশের দর্শকদের প্রতি ভালোবাসা। আমার সঙ্গে এতো সুন্দর মুহুর্ত কাটানোর জন্য।"
কনসার্টের মূল আকর্ষণ আতিফ আসলাম হলেও অন্যতম আকর্ষণ ছিলেন তাহসান খান। রাত ৮ টার দিকে স্টেজে উঠেন তাহসান।
কনসার্টের প্রস্তুতি শেষ, রাতে মঞ্চে উঠছেন পাকিস্তানের আতিফ
স্টেজে উঠেই দর্শকদের উদ্দেশে তাহসান বলেন, "আমাকে কী শোনা যাচ্ছে, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া? আজ থেকে ২২ বছর আগে আপনাদের যেমন ভালোবাসা পেয়ে এসেছি এখনো কী তেমনভাবেই ভালোবাসেন? যদি ভালোবেসে থাকেন তাহলে ২০০২ সালে আমার গাওয়া 'এখনো' গান দিয়ে শুরু করলাম।"
এরপর একে একে তাহসান গেয়েছেন 'প্রেম তুমি', 'কতোদূরে', 'দূরে তুমি দাঁড়িয়ে', মিক্সড ম্যাশআপ হিসেবে গেয়েছেন 'ছুয়ে দিলে মন' ও 'প্রেমাতাল'।
'আলো' গান দিয়ে পারফর্ম শেষ করেন তাহসান।
তাহসানের পরিবেশনার পর্ব শেষে পুরো স্টেডিয়াম জুড়ে 'আতিফ আসলাম, আতিফ আসলাম' ধ্বনি শুরু হয়।
আতিফ আসলাম মঞ্চে উঠার আগে জুলাই ‘বিপ্লব’ নিয়ে গণ-অভ্যুত্থানের ভিডিওচিত্র 'জুলাই অনির্বাণ' দেখানো হয়।
এরপর মঞ্চে আসেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই বিপ্লবের শহীদের স্মরণে কথা বলেন তিনি।
রাত ৮ টা ৪০ মিনিটের দিকে গান গাইতে গাইতে মঞ্চে উঠেন আতিফ। স্টেজে উঠার ১০ সেকেন্ডের মাথায় কারিগরি ক্রুটিতে সাউণ্ড সিস্টেম বন্ধ হয়ে যায়।
কিছুটা বিরতির পর ‘তু চাহিয়ে’ গান দিয়ে পারফর্ম শুরু করেন।
গানটি শেষে দর্শকের উদ্দেশে আতিফ বলেন, "বাংলাদেশ সবসময় আমার সেকেন্ড হোম, আমি অপেক্ষায় থাকি এখানকার দর্শকের ভালোবাসা নেওয়ার জন্য। মঞ্চে উঠার পরই টেকনিক্যাল সমস্যা হয়েছিল। তবে সেটা ঠিক করে আবার শুরু করতে পেরেছি এবং ধৈর্য ধরার জন্য সবার প্রতি ভালোবাসা।"
এরপর আতিফ একে একে গেয়েছেন 'তেরা হুনে লাগা হুন', 'জিনা জিনা', 'দিল দিয়া গাল্লা','ম্যায় তেনু সামজাওয়ান কি', 'সো জানে দো', 'ও রে প্রিয়া','মেরে পিয়া ঘার আয়া', 'আউগে যাব তুম ও সাজনা', 'এক প্যায়ার কা নাগমা হে', 'পেহলি নাজার মে', 'পেহলা নাশা', 'কেয়া হুয়া তেরা ওয়াদা', 'মেরা গীত আমার কর দো', 'কুচ ইস তারহা', 'ওহ লামহে', 'তেরে লিয়ে', 'তু তু হে ওয়াহি', 'পেহেলি দাফা হে', 'দামা দম মাস্ত কালান্দার'।
গানের পাশাপাশি ভক্তদের আব্দার মেনে প্ল্যাকার্ড, ছবি ও টি শার্টে নিজের স্বাক্ষর দিয়েছেন এই শিল্পী। ১০ মিনিট গিটার বাজিয়েও মাতিয়ে রেখেছেন পুরো স্টেডিয়াম।
গিটার বাজানো শেষে আবার গান শুরু করে এই শিল্পী গেয়েছেন 'হোনা থা প্যায়ার', 'গুলাবি আঁখে', 'তেরে বিন', 'তু হি রে', 'তু জানে না', 'তাজদার-ই-হারাম', 'কুন ফায়া কুন ফায়া', 'দিল মেরি না শুনে', 'ম্যায় রং শারবতোঁ কা', 'তেরে সাং ইয়ারা' সহ আরও কিছু গান।
কনসার্ট শেষে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন আগামী বছর ‘ম্যাজিক্যাল নাইট ৩’ করার ঘোষণা দেয়। বলা হয়, ওই শোয়ে পারফর্ম করবেন ভারতের সঙ্গীতশিল্পী অনুভ জৈন।
আরও পড়ুন: