দেশের অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রকাশে গঠিত কমিটি অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করবে।
Published : 03 Sep 2024, 10:53 PM
গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে হওয়া জ্বালানি খাতের বৈদেশিক ঋণ চুক্তি পর্যালোচনা করে দেশের অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্রে প্রকাশ করার কথা বলেছেন এ বিষয়ক কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য।
মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে বৈঠক শেষে বৈদেশিক ঋণ চুক্তি খতিয়ে দেখার ক্ষেত্রে কী কী দেখা হবে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, প্রয়োজনে বিভিন্ন চু্ক্তি খতিয়ে দেখা হবে, বিশেষ করে জ্বালানি খাতেরগুলো।
দেশের অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রকাশে গঠিত এ কমিটি বৃহস্পতিবার থেকে অংশীদারদের সঙ্গে আলোচনাও শুরু করবে।
এ তথ্য তুলে ধরে কমিটির প্রধান দেবপ্রিয় বলেন, বিদেশ থাকা বিভিন্ন খাতের ( সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান) বাংলাদেশি বিশেষজ্ঞ, অধ্যাপকদের সঙ্গে সেদিন সন্ধ্যায় আলোচনা করা হবে।
১২ সদস্যের এ কমিটি মঙ্গলবার দ্বিতীয় দফায় বৈঠক করে।
বৈঠক শেষে কমিটির কাজের পরিধি ও অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশের বিষয়ে জানতে চাইলে দেবপ্রিয় বলেন, “আগামী দু-তিনদিনের মাঝে প্রারম্ভিক আউটলাইন পাব, তারপর বলতে পারব কখন পাব। কাজ শুরু হয়ে গেছে, এতটুকুই আমরা বলতে চাই।”
এ দিনের বৈঠকে কমিটির সদস্যরা মূলত কে কোন বিষয়ে কাজ করবেন এবং কীভাবে শ্বেতপত্র প্রণয়ন করা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। দেশ-বিদেশের অংশীজনের সঙ্গেও মতবিনিময় করে কাজ আগানোর পরিকল্পনা করা হয়েছে।
আলোচনায় উঠে আসা অগ্রাধিকারের বিষয়ে সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় বলেন, “সাধারণ অর্থনৈতিক, সামষ্টিক অর্থনৈতিক বিষয়গুলো যেমন আছে, এটার মধ্যে খাতওয়ারি বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে জ্বালানি খাত আলোচনার মধ্যে আছে।
“এবং আবার কিছু প্রাতিষ্ঠানিক ব্যাপারও আছে। সেটা হল-ব্যাংকিং খাতের আলোচনা আছে, কর আহরণের ব্যাপার আছে, একইরকমভাবে পাচার করা অর্থ নিয়ে আলোচনা আছে, মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা আছে, দারিদ্র বিমোচন, আমাদের অসাম্য বিভিন্ন আমাদের বৈষম্যের আলোচনা সেগুলোর ভঙ্গুরতা এগুলো নিয়েও আলোচনা হবে।”
আদানির সঙ্গে 'অসম' চুক্তি বাতিলের দাবি মন্টুর