দেশে সৌদি আরব থেকে প্রবাসী আয় আসত সবচেয়ে বেশি। তবে গত অর্থবছর থেকে সেখানকার রেমিটেন্সে ভাটা পড়ে।
Published : 06 Mar 2025, 09:42 PM
চলতি বছরের ফেব্রুয়ারিতেও দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে।
রেমিটেন্স নিয়ে বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, গত মাসে দেশে ৪৯ কোটি ১০ লাখ ডলার পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবাসীরা।
ফেব্রুয়ারিতে ব্যাংকিং চ্যানেলে ২৫৩ কোটি ডলার রেমিটেন্স আসে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৭ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের অগাস্ট থেকে টানা সাত মাস ধরে দুই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় আসছে।
গত মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসে সংযুক্ত আরব আমিরাত থেকে; সাড়ে ৩৩ কোটি ডলার।
এবার সৌদি আরব থেকে এসেছে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স; ৩২ কোটি ৯০ লাখ ডলার। চতুর্থ সর্বোচ্চ রেমিটেন্স এসেছে যুক্তরাজ্য থেকে; সাড়ে ৩০ কোটি ডলার।
মালয়েশিয়া থেকে পঞ্চম সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। দেশটি থেকে ১৮ কোটি ৪০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
মঙ্গলবার রাজধানীতে ‘পাথ টু রিকভারি ফর ব্যাংকিং সেক্টর’ শীর্ষক গোলটেবিলে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “প্রবাসী আয়ের ধারাবাহিকতা ভালো; ডলার বাজার নিয়ন্ত্রণে রয়েছে।”
গভর্নরের হিসাবে, “রেমিটেন্স ও রপ্তানি মিলে ৮০ বিলিয়ন ডলার বছরে আয় হলে ব্যালেন্স অব পেমেন্টের অবস্থাও ভালো হবে।“
এক সময় দেশে সৌদি আরব থেকে প্রবাসী আয় আসত সবচেয়ে বেশি। তবে গত অর্থবছর থেকে সেখানকার রেমিটেন্সে ভাটা পড়ে। এরই মধ্যে সৌদিকে টপকে গেছে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত।
গেল অর্থবছরে সবচেয়ে বেশি ৪৫৯ কোটি ডলার রেমিটেন্স আসে আরব আমিরাত থেকে। সৌদি আরব থেকে আসে ২৭৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ২৫ দশমিক ৯৫ শতাংশ কম।
গত অর্থবছর যুক্তরাষ্ট্র ছিল দ্বিতীয় অবস্থানে। সেখান থেকে আসে ২৯৬ কোটি ডলার। কিন্তু চলতি অর্থবছর টানা কয়েক মাস ধরে শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবাসীরা।