এসব বুথে নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে বলে জানিয়েছে এনবিআর।
Published : 09 Nov 2024, 10:08 AM
আয়করদাতারা প্রত্যেকে তার নিজের জায়গা থেকে অনলাইনে নিটার্ন জমা দিতে পারলেও দেশের ৮৬৯টি সার্কেলের করদাতাদের ৪১টি কর অঞ্চলে সেবা বুথ স্থাপন করেছে জাতীয় রাজস্ববোর্ড এনবিআর।
এসব বুথে নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে বলে জানিয়েছে এনবিআর।
• কর অঞ্চল-৪ এবং কর অঞ্চল-১৬, ঢাকার ব্যবস্থাপনায় সচিবালয়ের সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য বাংলাদেশ সচিবালয়, ঢাকায় ই-টিআইএন রেজিষ্ট্রেশন, অনলাইন রিটার্ন রেজিষ্ট্রেশন, অনলাইন রিটার্ন দাখিল সুবিধা ও হেল্প ডেস্ক স্থাপনের মাধ্যমে ৩-১৮ নভেম্বর পর্যন্ত কর তথ্য সেবা দেওয়া হবে।
• পরিকল্পনা কমিশনে ২৪-২৮ নভেম্বর কর তথ্য সেবা দেবে।
• কর অঞ্চল-১১, ঢাকার ব্যবস্থাপনায় ১৮-১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর সেবা দেওয়া হবে।
• সশস্ত্র বাহিনীর সকল সদস্য যেনো অনলাইনে রিটার্ন দাখিল করতে পারে সেজন্য অনলাইন রিটার্ন রেজিষ্ট্রেশন এবং অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি সম্পর্কে তাদেরকে কর অঞ্চল-৯, ঢাকার সহযোগীতায় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
আয়কর তথ্য-সেবা কেন্দ্রে ই-টিআইএন রেজিষ্ট্রেশন, অনলাইন রিটার্ন রেজিষ্ট্রেশন, অনলাইন রিটার্ন দাখিল, ই-পেমেন্ট (এ-চালান ও অন্যান্য) এর ব্যবস্থা রাখা হবে ।
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সকল সরকারি কর্মচারীর অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
দেশের সকল তফশিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীর জন্যও এ আদেশ প্রযোজ্য হবে।
একই সঙ্গে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশসহ সকল মোবাইল অপারেটরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে রাজস্ব খাতের এ নিয়ন্ত্রক সংস্থা।