নৌকা প্রতীকের প্রার্থীরা দুই জায়গায় হামলা চালায় বলে অভিযোগ বর্তমান সংসদ সদস্য হুইপ শামসুলের এজেন্টের।
Published : 30 Dec 2023, 09:05 PM
চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর নির্বাচনি প্রচারে দুই জায়গায় নৌকা প্রতীকের সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার বেলা এগারটায় পটিয়ার শান্তিরহাটে এবং সন্ধ্যার দিকে কুসুমপুরা ইউনিয়ন এলাকায় পৃথক এ হামলার ঘটনায় ঈগল প্রতীকের প্রার্থীর চারজন কর্মী আহত হয়েছেন এবং বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে।
শামসুল হকের ছেলে ও প্রধান নির্বাচনি এজেন্ট নাজমুল করিম চৌধুরী শারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শান্তিরহাট এলাকায় প্রথমে একদফা ভাংচুর ও পথ অবরোধ করা হয়। তাদের বাধা কাটিয়ে পটিয়ার কুসুমপুরা ও হরিণখাইন এলাকায় প্রচারণা চালিয়েছি আমরা। প্রচারণা শেষে ফেরার পথে সন্ধ্যায় আমাদের ওপর হামলার ঘটনা ঘটে।
তার অভিযোগ, নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থকরা এ হামলা করেছে।
হামলায় চার কর্মী আহত এবং বেশকয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে দাবি করে তিনি বলেন, এসময় গুলিও করা হয়।
চট্টগ্রাম-১৪ (পটিয়া) আসনে নৌকার প্রতীকে নির্বাচন করছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতহেরুল ইসলাম চৌধুরী। দলের মনোনয়ন না পেয়ে এ আসনের টানা তিনবারের সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরী স্বতন্ত্র হিসেবে ঈগল প্রতীকে লড়ছেন।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, শান্তিরহাট এলাকায় হামলা ও ভাংচুরের কথা শুনে পুলিশ সেখানে গেছে। হামলার শিকার হওয়া লোকজনের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীকে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।
আগামী ৭ জানুয়ারির ভোটের নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকে পটিয়ার বিভিন্ন এলাকায় শামসুল হকের লোকজন ও গাড়ির বহরে হামলার ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ নৌকার প্রার্থীর নির্দেশে এসব ঘটনা ঘটছে।
শনিবারের হামলার পর ঈগলের প্রধান এজেন্ট শারুনের অভিযোগ, এ এলাকায় প্রচারণার পরিবেশ নাই। প্রতিদিনই আমাদের প্রার্থী এবং তাদের সমর্থকদের ওপর হামলা হচ্ছে। নৌকার প্রার্থীর লোকজন এসব ঘটনা ঘটাচ্ছে।