Published : 25 Dec 2023, 12:03 AM
চট্টগ্রামের সীতাকুণ্ডে চার ঘণ্টার ব্যবধানে দুটি খুনের ঘটনা ঘটেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আলমগীর দক্ষিণ সোনাইছড়ি ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
নিহতের ভাই জাহাঙ্গীর আলম বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে জানান, চৌধুরীঘাটা এলাকায় আলমগীর একটি খাবার দোকান পরিচালনা করেন। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হায়দার আলী মসজিদ সংলগ্ন মুরগির ফার্মের কাছে তার ওপর হামলা চালানো হয়।
“দুর্বৃত্তরা পেছন থেকে কুপিয়ে আমার ভাইকে জখম করে। তারা মোবাইল, টাকা-পয়সা কিছুই নিয়ে যায়নি।"
জাহাঙ্গীরের দাবি, পরিকল্পিতভাবে তার ভাইকে খুন করা হয়েছে। তবে কেন খুন করা হয়েছে, সেটি তিনি বুঝতে পারছেন না।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের সদস্যরা আলমগীরকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে বিকালে বারৈয়াঢালা ইউনিয়নের লালানগর ১ নম্বর ওয়ার্ডে নুরুল মোস্তফা বজল (৫০) নামে একজনকে কুপিয়ে খুন করা হয়।