ঝটিকা মিছিল করে যান চলাচলে বিঘ্ন ঘটানোর এক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
Published : 23 Nov 2023, 04:14 PM
চট্টগ্রামে অবরোধের মধ্যে মিছিলের চেষ্টার সময় জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবিরের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে নগরীর চকবাজার ফুলতল এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করার হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) অতনু চক্রবর্তী জানান।
গ্রেপ্তাররা হলেন- চকবাজার থানা জামায়াতে ইসলামীর রোকন মো. ওমর (৬৫), ইসলামী ছাত্র শিবিরের সাথী সাইফুল ইসলাম (২৩), মো. আম্মার (২৩), আব্দুল মজিদ (১৯), মাহমুদুল হাসান আল বাকী (২১), মো. আল আমীন (১৯), আরাফাত চৌধুরী শিবলু (২২), মো. তানভীর (১৯), আমিনুর রেজা শওকত (২০), মো. ইয়াসিন পারভেজ (২৩) ও সদস্য মিজানুর রহমান (২৫)।
গত ১২ অক্টোবর বন্দরনগরীর নিউ মার্কেট থেকে আমতল এলাকা পর্যন্ত ঝটিকা মিছিল করে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা। সে সময় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।
বুধবার গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে ৯ জন সেদিন মিছিলে উপস্থিত ছিলেন বলে পুলিশের ভাষ্য। তাদের সবাইকে কোতোয়ালি থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।