পুলিশ বলছে, পুর্ব বিরোধের জেরে জুয়েলকে কোপানো হয়।
Published : 30 Nov 2023, 11:35 AM
চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্ব বিরোধের জেরে’ এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় জানান, উপজেলার মিঠানালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।
নিহত জিয়াউল হাসান জুয়েলের বয়স ২০ বছর, মিঠানালা এলাকাতেই তার বাড়ি।
পরিদর্শক দীপ্তেশ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে স্থানীয় একটি চায়ের দোকানে বসে কয়েক তরুণের সঙ্গে জুয়েল গল্প করছিলেন। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে জুয়েলকে কুপিয়ে জখম করা হয়।”
জুয়েলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পরিদর্শক দীপ্তেশ।
“ওই তরুণদের সঙ্গে জুয়েলের আগে থেকেই ঝামেলা ছিল বলে আমারা জেনেছি,” বলেন পরিদর্শক দীপ্তেশ।
তিনি বলেন, হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।