তিন তলা ভবনটির পাশে গয়নার ছড়া খাল খননের কাজ চলছিল।
Published : 05 Dec 2023, 12:38 PM
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে তিন তলা একটি ভবন হেলে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার বেলা ১২টার পর পাহাড়তলীর উত্তর সরাইপাড়া এলাকায় ওই ভবনটি হেলে যাওয়ার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন তলা ভবনটির পাশে গয়নার ছড়া খাল খননের কাজ চলছিল। তাতে ভবনটির নিচের মাটি সরে গেছে।
“তিনতলা ওই ভবনের পাশের আরেকটি ভবনের মাঝে ৬ ইঞ্চি গ্যাপ (ফাঁকা) ছিল আগে। এখন সেই গ্যাপটা আর নেই। তবে হেলে যাওয়া তিনতলা ভবনে ফাটল বা তেমন কিছু এখনো দেখা যায়নি।”
হেলে যাওয়া ওই ভবনে ছয়টি পরিবার বসবাস করে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় ওই খাল খননের কাজ চলছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তারা।
তিনি বলেন, এখনই ভবনটি থেকে লোকজনকে সরানো হচ্ছে না। প্রকৌশলীরা দেখার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।