সংঘর্ষে একটি ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন; আহত হয়েছেন অপর ট্রাকের চালক।
Published : 05 Dec 2023, 12:16 PM
চট্টগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে, আহত হয়েছেন একজন।
হাটহাজারী উপজেলার নয়া রাস্তার মাথা এলাকায় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ নাজিরহাট ফাঁড়ির পরিদর্শক আদিল মাহমুদ জানান।
নিহতরা হলেন- মো. রুবেল (২৮) ও মো. আলমগীর (৩০)। তাদের বাড়ি ফটিকছড়ির ভুজপুর থানার ঝিলতলা এলাকায়।
আদিল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে রামগড়ের দিক থেকে রাবার নিয়ে একটি ট্রাক চট্টগ্রামে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক সড়ক মেরামতের পাথর নিয়ে রামগড়ের দিকে যাচ্ছিল। হাটহাজারীর নয়া রাস্তার মাথা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহত দুজন রাবার বোঝাই ট্রাকের চালক ও সহকারী। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে পাথরবোঝাই ট্রাকের চালক নুরুন্নবীকে (৬০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।