চট্টগ্রাম বন্দর থেকে কিছুটা দূরে ট্রলারটিতে আগুন লাগার পর এটি ডুবে যায়।
Published : 27 May 2023, 01:10 AM
চট্টগ্রাম বন্দরের অদূরে সাগরে নোঙর করা একটি ট্রলারে আগুনে পুড়ে ডুবে গেছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লাগা আগুন তীর থেকে সাড়ে ১২টার দিকেও জ্বলতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
শুরুতে এটি লাইটারেজ জাহাজ বলে ধারণা করা হলেও শনিবার বন্দর সচিব ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি একটি ট্রলার ছিল। আগুন লাগার পর এটি ডুবে গেছে।
চট্টগ্রাম ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা আবসার উদ্দিন শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সমুদ্রের তীরে যান। তবে নৌযানটির কাছে তাদের যাওয়ার ব্যবস্থা হয়নি।
তিনি বলেন, আকমল আলী ঘাট থেকে অন্তত দুই কিলোমিটার দূরে সাগরে নোঙর করে রাখা ছিল নৌযানটি। এখানে নৌকা বা ট্রলার কিছুই নেই, যা দিয়ে সেখানে পৌঁছানো যাবে।
চট্টগ্রাম ইপিজেড থানার ওসি আব্দুল করিম জানান, নৌযানে থাকা তিনজন নাবিক একটি নৌকা নিয়ে পাড়ে এসেছেন। তারা জানিয়েছেন মোট পাঁচজন নাবিক ছিলেন সেখানে। তারা ছাড়া অন্য দুজন অপর একটি জাহাজে উঠেছেন।