চট্টগ্রাম সিটি করপোরেশন: একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন ১০ জন

এবার সাহিত্য পুরস্কার দেওয়া হবে ছয়জনকে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2024, 05:02 PM
Updated : 22 Feb 2024, 05:02 PM

নানা ক্ষেত্রে অবদানের জন্য এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন ১০ জন; সাহিত্য পুরস্কার দেওয়া হবে ছয়জনকে। 

বৃহস্পতিবার ২০২৪ সালের জন্য যারা সম্মাননা ও পুরস্কার পেতে যাচ্ছেন তাদের তালিকা প্রকাশ করেছে করপোরেশন।  

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ এ তালিকা সংবাদমাধ্যমে পাঠিয়েছেন। 

তিনি জানান, শুক্রবার বিকাল ৪টায় সিআরবি শিরীষতলায় এক অনুষ্ঠানে তাদের সম্মাননা জানানো হবে। এতে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ উপস্থিত থাকবেন। 

সমাজে নানা ক্ষেত্রে অবদানের জন্য কয়েক বছর ধরে একুশে সম্মাননা দিয়ে আসছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

একুশে সম্মাননা স্মারক পদক-২০২৪

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলন-শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরী (মরণোত্তর)। এই বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে নিহত হন। তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা জহুর আহমদ চৌধুরীর সন্তান।

শিল্প উন্নয়ন ও সমাজসেবা-মো. নাছির উদ্দিন (মরণোত্তর)। তিনি রপ্তানিমুখি তৈরি পোশাক খাতের কোম্পানি প্যাসিফিক জিন্স গ্রুপের প্রতিষ্ঠাতা।

চিকিৎসা-ডা. মো গোফরানুল হক।

নাট্যকলা-শিশির দত্ত।

শিক্ষায়-অধ্যাপক প্রদীপ চক্রবর্তী।

সাংবাদিকতা-জসীম চৌধুরী সবুজ।

সংবাদপত্র- দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ।

সংগীত-শ্রেয়সী রায়।

ক্রীড়া-জাকির হোসেন লুলু।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র-শৈবাল চৌধুরী।

সাহিত্য সম্মাননা

প্রবন্ধ গবেষণা-শামসুল আরেফীন ও ড. শামসুদ্দীন শিশির।

কবিতা-আবসার হাবীব ও ডা. ভাগ্যধন বড়ুয়া।

শিশুসাহিত্য-অরুণ শীল ও শিবুকান্তি দাশ।