সকাল সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও ঢাকামুখী অপর আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যায় সকাল ৯টা ৫ মিনিটে।
Published : 29 Jan 2025, 10:27 AM
রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল শুরু হয়েছে সূচিতে গড়বড় নিয়ে।
বুধবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ছাড়ে। সকাল ৭টা ৪০ মিনিটে ছাড়ে বিশ্ববিদ্যালয়গামী আরেকটি শাটল ট্রেন।
পূর্ব রেলের ডিটিও আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম থেকে সব আন্তঃনগর ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। দিনের শিডিউল অনুযায়ী সকল ট্রেন একে একে ছেড়ে যাবে।”
রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর রেলওয়ের পূর্বাঞ্চলে প্রথম ট্রেন ছাড়ে চাঁদপুর থেকে। চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ভোর সাড়ে ৫টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে।
পূর্ব রেলের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম স্টেশন থেকে সকাল ৬টার ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস সকাল ৮টা ১০ মিনিটে, সুবর্ণ এক্সপ্রেস সাড়ে ৭টার বদলে সাড়ে ৮টায়, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ৭টা ৫০ এর পরিবর্তে ৮টা ৫০ এ, চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস সকাল ৮টার পরিবর্তে ৯টা ৩৫ মিনিটে, জামালপুরগামী বিজয় এক্নপ্রেস ৯টার পরিবর্তে সাড়ে ১০টা ও কক্সবাজার স্পেশাল সকাল ৭টার পরিবর্তে ১০টা ০৫ মিনিটে ছেড়ে যায়।
তবে ঢাকাগামী কর্ণফুলী মেইল ঠিক সময়ে ছেড়ে গেছে।
চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেন চালানোর জন্য আগে থেকে কিছু আউটসাইড ওয়ার্ক করতে হয়। গতকাল কর্মবিরতির কারণে কোনো কাজ হয়নি। মধ্যরাতে রার্নিং স্টাফদের অবরোধ প্রত্যাহার হওয়ায় ভোর থেকে কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে।”
তবে বেলা সাড়ে ১২টার ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ঠিক সময়ে ছেড়ে যাবে বলে আশা প্রকাশ করেন স্টেশন ম্যানেজার বক্কর।
সোমবার মধ্যরাত থেকে রেলের রানিং স্টাফদের অনিদির্ষ্টকালের কর্মবিরতির কারণে মঙ্গলবার সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়।