৪ অগাস্ট নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতার সমাবেশে গুলির এক মামলার আসামি তিনি।
Published : 16 Dec 2024, 09:38 PM
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালানো ও হামলার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এক ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকালে নগরীর দিদার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার আবদুল বারেক চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ নম্বর উত্তর (পতেঙ্গা) ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার পতনের আগের দিন (৪ অগাস্ট) নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতার সমাবেশে গুলি বর্ষণ ও হামলার ঘটনার অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা হয়। আবদুল বারেক ওই মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব বলছে, মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চকবাজার থানার দিদার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।