“রিভিউয়ে সুবিচার না পেলে, এই আদেশের বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন করব,” বলেন ঝুলন কুমার দাশ।
Published : 17 Dec 2024, 08:02 PM
রংপুর হয়ে আবার চট্টগ্রামে সিটি করপোরেশনের (সিসিসি) বিদ্যুৎ উপ-বিভাগের নির্বাহী প্রকৌশলী ঝুলন কুমার দাশকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
চট্টগ্রামের সিটি মেয়র. শাহাদাত হোসেনের সই করা এক অফিস আদেশে রোববার ঝুলন কুমার দাশকে অপসারণ করা হয়। বিজয় দিবসের ছুটির পর মঙ্গলবার বিষয়টি জানা যায়।
ওই অফিস আদেশে বলা হয়, “চট্টগ্রাম সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯ এর ৬৪ (২) ধারার প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে তাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের চাকরি হতে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদ প্রাপ্য হবেন।”
বিদ্যুৎ উপ-বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অপসারণ সংক্রান্ত অফিস আদেশটির কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে আছে।
ওই চাকরি বিধিমালার ৬৪ (২) ধারায় বলা আছে, “এই বিধিমালায় ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, উপযুক্ত কর্তৃপক্ষ কোনো কারণ দর্শাইয়া কোনো কর্মচারীকে ৯০ (নব্বই) দিনের নোটিশ প্রদান করিয়া অথবা ৯০ (নব্বই) দিনের বেতন নগদ পরিশোধ করিয়া তাহাকে চাকরি হইতে অপসারণ করিতে পারিবে।”
এ বিষয়ে জানতে সিটি মেয়রকে ফোন করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে, তিনি দাপ্তরিক কাজে বিদেশে আছেন বলে জানান।
এছাড়া সিসিসির সচিব মোহাম্মদ আশরাফুল আমিন ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমকে ফোন করা হলেও তারা রিসিভ করেননি।
অপসারণের বিষয়ে জানতে নির্বাহী প্রকৌশলী ঝুলন কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অপসারণের বিষয়টি শুনেছি। অফিসিয়ালি এখনো চিঠি পাইনি। আদেশের বিরুদ্ধে মেয়র মহোদয়ের কাছে রিভিউ আবেদন করব।
“আমার বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদনে কোনো প্রমাণ পায়নি। সেই প্রতিবেদন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। তাই ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই। এরপরও অপসারণ করা হয়েছে। রিভিউয়ে সুবিচার না পেলে, এই আদেশের বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন করব।”
গত ২৬ সেপ্টেম্বর ঝুলন কুমার দাশকে সিসিসি থেকে রংপুর সিটি করপোরেশনে বদলি করা হয়। পাশাপাশি অন্য দুজন প্রকৌশলীকে দেশের অন্য দুটি সিটি করপোরেশনে সেদিন বদলি করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এরপর ৮ ডিসেম্বর ঝুলন কুমার দাশকে রংপুর সিটি করপোরেশন থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন বদলি করা হয়। এর প্রেক্ষিতে ১২ ডিসেম্বর তিনি সিসিসিতে যোগ দেন।
জুলাই-অগাস্টে আন্দোলনের সময় চলাকালে নগরীতে সড়ক বাতি নেভানোর ঘটনায় সিসিসির অবহেলার অভিযোগ তুলেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
১৪ আগস্ট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করে তারা প্রকৌশলী ঝুলন কুমার দাশের বরখাস্তের দাবি জানায়। এরপর সেদিনই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
ওই অভিযোগের প্রেক্ষিতে গঠিত সিসিসির তদন্ত কমিটি জুলাই-অগাস্টের আন্দোলনের সময় ‘বাতি নেভানোর ঘটনায়’ ঝুলন কুমার দাশের ‘সরাসরি সম্পৃক্ততা’ না পেলেও এতে ‘তিনি দায় এড়াতে পারেন না’ বলে প্রতিবেদন দিয়েছিল।
এরপর গত সপ্তাহে ঝুলন কুমার দাশকে আবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে রংপুর সিটি করপোরেশন থেকে সিসিসিতে বদলি করা হলে ক্ষোভ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ঝুলন কুমার দাশের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কর্মসূচি দেয়ারও ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।