পরনে ছিল জিন্স প্যান্ট ও ফুল হাতা শার্ট; তাকে খুন করে লাশ ডোবায় ফেলা হতে পারে বলে ধারণা পুলিশের।
Published : 28 May 2024, 03:59 PM
চট্টগ্রামের কর্ণফুলী নদী সংলগ্ন একটি ডোবা থেকে তিন দিন আগে এক শিশুর লাশ উদ্ধার করলেও তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
আনুমানিক ১০ বছর বয়সী শিশুটির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে; তার পরনে জিন্স প্যান্ট ও ফুল হাতা শার্ট।
বন্দর নগরীর কালুরঘাট ফেরিঘাট সংলগ্ন ডক ইয়ার্ডের কাছে ডোবা থেকে শনিবার ওই লাশ উদ্ধারের কথা জানান চান্দগাঁও থানার এসআই মোমিনুল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শরীরে কোথাও জখমের চিহ্ন পাওয়া না গেলেও ঘাড় ভাঙ্গা ছিল। তবে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর।”
মর্গে তিন দিনেও কেউ লাশের দাবি নিয়ে আসেনি জানিয়ে তিনি বলেন, “চান্দগাঁও থানার আশপাশের থানাগুলোতে বেতার বার্তা দেওয়া হয়েছে। যে স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে সে এলাকায় ছবি দেখিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেছি, কিন্তু কেউ তিন দিনেও শিশুটির পরিচয় নিশ্চিত করতে পারেনি।”
যে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে সেটি কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত, জোয়ারের পানি প্রবেশ করে। লাশ উদ্ধারের এক দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।
এসআই মোমিনুল বলেন, “লাশটি ভেসে এসেছে নাকি কেউ ডোবায় ফেলে গেছে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ শিশুটির এক হাতের সঙ্গে তার একটি স্যন্ডেল লাগানো ছিল। আরেকটি স্যান্ডেল ডোবায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
“লাশটি ভেসে আসলে স্যান্ডেলগুলো ওই অবস্থায় থাকার কথা না। সবকিছু মিলিয়ে আমরা তদন্ত করছি।”