১৪৩ মিটার দৈর্ঘ্যের জাহাজটি ১৩০ জন নাবিক ও কর্মকর্তা নিয়ে বাংলাদেশ সফরে এসেছে।
Published : 30 Jul 2023, 09:45 PM
বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে ইতালির যুদ্ধ জাহাজ আইটিএস মরোসিনি।
রোববার সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছায় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সেখানে বলা হয়, ১৪৩ মিটার দৈর্ঘ্যের জাহাজটি সকালে ১৩০ জন নাবিক ও কর্মকর্তা নিয়ে চট্টগ্রামে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর ব্যান্ডদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে।
জাহাজের অধিনায়ক কমান্ডার জিওভানি মন্নো বাংলাদেশ সফরকালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিট কমান্ডার, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফররত নাবিকরা বানৌজা ঈসাখান, বাংলাদেশ নেভাল একাডেমি, নৌবাহিনীর সমর কৌশল বিষয়ক প্রশিক্ষণ স্কুল 'স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল 'বিএন আশার আলো', বাংলাদেশ মিলিটারি একাডেমিসহ বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।