ইতোমধ্যে দুজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
Published : 04 Feb 2025, 02:59 PM
চট্টগ্রামের পাঁচলাইশে ‘ডাকাত প্রবেশের’ খবরে একটি বাড়ি ঘিরে অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার প্রবর্তক সংঘের বিপরীতে ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলায় ডাকাত দল প্রবেশ করে বলে পুলিশের ভাষ্য।
সেখান দুজনকে আটক করার পাশাপাশি আহত অবস্থায় বাড়ির মালিককে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
বেলা আড়াইটার দিকে বাড়িটি থেকে বের হয়ে নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, “বাড়িটিতে ডাকাত প্রবেশ করে ঘরের লোকজনকে জিম্মি করে রেখেছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।”
তিনি বলেন, “বাড়ির মালিককে একজন ডাকাত সদস্য জিম্মি করে বাথরুমে আটকে রেখেছিল। আমরা সাউন্ড গ্রেনেড ফাটিয়ে তাকে উদ্ধার করেছি।”
আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানোর পাশাপাশি সন্দেহভাজন দুজনকে থানায় নেওয়া হয়েছে বলে জানান কমিশনার আজিজ।
তিনি বলেন, “ওই ফ্ল্যাটে কতজন বাসিন্দা ছিলেন, কত জন প্রবেশ করেছে সেগুলো আমরা তদন্ত করছি।”
স্থানীয়রা জানান, বাড়ির মালিক মো. লোকমান ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও শিল্পগ্রুপ আবুল খায়েরের জামাতা।