দলের টিকিট পাওয়া ৯ জনও এদিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়পত্র নিয়েছেন।
Published : 27 Nov 2023, 11:31 PM
দলীয় প্রার্থী ঘোষণার এক দিন না যেতেই চট্টগ্রামে নৌকা না পাওয়া আওয়ামী লীগের আটজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার তাদের পাশাপাশি দলের মনোনয়ন পাওয়া ৯ জনও আগামী নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়পত্র নিয়েছেন।
এদিন চট্টগ্রামের ১৬টি আসনে মোট ৩৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব রহমান রুহেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এদিন।
রুহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলীয় সভানেত্রীর আমার উপর আস্থা রেখে আমাকে দলের মনোনয়ন দিয়েছেন। সেই আস্থার প্রতিদান দিতে আমি কাজ করব। যুব সমাজকে সাথে নিয়ে গত ১৫ বছর ধরে পরিবেশ সুরক্ষা ও মাদকবিরোধী কাজ করে চলেছি।”
তার আশা যুব সমাজ ও তরুণ ভোটারদে সমর্থন পাবেন তিনি।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে দলের মনোনয়ন পাওয়া খাদিজাতুল আনোয়ার সনিও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বর্তমানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আবদুস সালাম (এম এ সালাম)। তিনি উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের আওয়ামী লীগের প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী। তার পক্ষে মনোনয়নপত্র নেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র সমীর দাশ গুপ্ত ও সংসদ সদস্যের একান্ত সহকারী সুমন দে।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তার পক্ষে ব্যক্তিগত সহকারী এমরুল করিম রাশেদ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
চট্টগ্রাম-৮ আসনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ মনোনয়নপত্র নিয়েছেন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলর পক্ষে মনোনয়নপত্র নেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির সদস্য সেলিম আকতার চৌধুরী ও একান্ত ব্যতিগত সচিব রাহুল দাশ।
এসময় সেলিম আকতার বলেন, “দলের সভাপতি শেখ হাসিনা আস্থা ও বিশ্বাস রেখে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে টানা দ্বিতীয়বারের মতো দলীয় মনোনয়ন দিয়েছেন। নেতা-কর্মীরা আবার নওফেলকে জয়ী করে সে আস্থা ও বিশ্বাসের প্রতিদান দেবেন।”
চট্টগ্রাম-১০ এ নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু এবং চট্টগ্রাম-১৪ এ নজরুল ইসলাম চৌধুরী মনোয়নপত্র নিয়েছেন।
‘স্বতন্ত্র’ হলেন আওয়ামী লীগের ৮
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়েছেন নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেত্রী আদেশ দিয়েছেন সবাইকে নির্বাচনে অংশ নিতে। আমি স্থানীয় নেতাকর্মীদের সাথে আলোচনায় বসেছি। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিব।”
এ আসনে মনোনয়নপত্র নিয়েছেন নগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলি) আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আবদুর সবুর লিটন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়রও।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন নিয়েছেন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউল হক সুমন। সোমবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা করেন তিনি।
ওই সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও সহ-সভাপতি নঈম উদ্দিন আহম্মদ চৌধুরীসহ নগর ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সুমন বলেন, “আমার প্রতি নগর নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ সমর্থন জানিয়েছেন। আমি সবাইকে সাথে নিয়ে নির্বাচন করব।”
চট্টগ্রাম-১১ আসন থেকে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন নগর মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে দলের মনোনয়ন না পেয়ে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনিও এদিন মনোনয়ন ফরম নিয়েছেন।
এ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন নিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ন ম মিনহাজুর রহমান।
মিনহাজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এবং মোতালেব ভাই দুজনই মনোনয়নপত্র নিয়েছি। নেতাকর্মীদের সাথে আলোচনা করে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন নির্বাচন করব।”
চট্টগ্রাম-১৬ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবীর লিটন।
আরও পড়ুন
চট্টগ্রামের ১৬ আসনের পাঁচটিতে নতুন মুখ
চট্টগ্রামের ৫ আসনে নৌকার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন আওয়ামী লীগ নেতারাই