Published : 06 May 2025, 04:49 PM
হারানো হাঁস নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় মারা গেছেন এক বৃদ্ধ।
মঙ্গলবার মীরসরাই উপজেলার মধ্যম মায়ানি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ফজলুল করিম (৭২)। তাকে খুনের ঘটনায় যাকে দায়ি করা হচ্ছে সেই যুবকের নাম জাকারিয়া জাহিদ (৩২)।
তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে পুলিশ জানায়।
স্বজনদের বরাত দিয়ে মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফজলুল করিম ঘরে হাঁস পালন করতেন। কয়েকদিন ধরে তার একটি হাঁস পাওয়া যাচ্ছিল না।
“এ নিয়ে সকালে তার প্রতিবেশী ভাতিজা জাকারিয়ার সঙ্গে তার কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এসময় চাচার গলা টিপে ধরে জাকারিয়া। ফজলুল নিস্তেজ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জাকারিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।