তার পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।
Published : 27 Oct 2024, 02:48 PM
চট্টগ্রামের কদমতলী এলাকায় আন্তঃনগর ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে কদমতলী রেল ক্রসিংয়ের অদূরে ময়মনসিংহগামী ‘বিজয় এক্সপ্রেসের’ ধাক্কায় ওই ব্যক্তি মারা যান।
চট্টগ্রাম জিআরপি থানার ওসি শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ‘বিজয় এক্সপ্রেসের’ ধাক্কায় আনুমানিক ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধ মারা যান।
রেলওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছে জানিয়ে তিনি বলেন, অজ্ঞাতনামা লাশটির পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে।