আবুল মনসুর বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের হত্যাসহ মোট পাঁচটি মামলার আসামি।
Published : 05 Feb 2025, 06:54 PM
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে গিয়ে তার সমর্থকদের বাধার মুখে পড়েছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার ধলই ইউনিয়নের চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুল মনসুর বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় হত্যাসহ মোট পাঁচটি মামলার আসামি। সকালে থানা ও গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায়।
“মনসুরকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার অনুসারীরা তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আমরা তাদের ছত্রভঙ্গ করে মনসুরকে গ্রেপ্তার করে নিয়ে আসি।”
স্থানীয় লোকজন জানায়, আবুল মনসুরকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে তার সমর্থকরা পুলিশের মাইক্রোবাসটি ঘিরে ধরে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে তারা ঢিলও ছোড়ে।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং মনসুরকে নিয়ে থানায় পৌঁছায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস