জিজ্ঞাসাবাদের জন্য চার যুবককে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
Published : 09 Jun 2024, 02:37 PM
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মোটর সাইকেলের উচ্চ শব্দ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবকের প্রাণ গেছে।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য চার যুবককে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
নিহত যুবকের নাম মনিরুজ্জামান রাফি (২৫)। আহত রায়হান (২৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মোটর সাইকেলের সাইলেন্সার পাইপের উচ্চ শব্দ নিয়ে’ ভোরে দুই পক্ষের মধ্যে ঝগড়া থেকে সংঘর্ষ বাঁধে।
“এক পর্যায়ে রাফি ও রায়হানকে অপর পক্ষের লোকজন ছুরিকাঘাত করে। গুরতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে রাফিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।