হত্যাকাণ্ডের ঘটনায় চারজনের নামোল্লেখ করে পৃথক দুটি মামলা হয়েছে।
Published : 31 Aug 2024, 10:38 PM
চট্টগ্রাম মহানগরীর উপকণ্ঠে কুয়াইশ এলাকায় গুলি চালিয়ে দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ।
হত্যাকাণ্ডের ঘটনায় নগরীর বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানায় শুক্রবার রাতে পৃথক দুটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কুয়াইশ এলাকার এভারকেয়ার হাসপাতালের কাছে বৃহস্পতিবার রাতে হেঁটে যাওয়া দুই ব্যক্তিকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা কয়েকজন। গুলিতে মো. আনিস নামে একজন ঘটনাস্থলেই মারা যান। আর মাসুদ কায়সার নামে আরেকজন পালাতে গিয়ে হাটহাজারীর মজুরিপাড়া এলাকায় মারা যান।
চট্টগ্রামে মোটরবাইকে এসে গুলি, নিহত ২
এ ঘটনায় আনিসের স্ত্রী শামীমা বাযেজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ থানার ওসি সনজয় কুমার সিনহা বলেন, মামলায় সাজ্জাদ, আরমান, জাহাঙ্গীর ও হাসান এবং অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। শনিবার রাত পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
অপরদিকে মাসুদের ছোটভাই আরিফ বাদি হয়ে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা করেন বলে এ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।
এ মামলাতেও সাজ্জাদ, আরমান, জাহাঙ্গীর ও হাসানসহ অজ্ঞাত দুইজনকে আসামি করা হয়েছে।