ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হামলার পর আরেকজন পালিয়ে কিছুদূর যাবার পথে মারা যান, বলেছে পুলিশ।
Published : 30 Aug 2024, 12:22 AM
চট্টগ্রাম নগরীর উপকণ্ঠে কুয়াইশ এলাকার সড়কে হেঁটে যাওয়ার সময় গুলিতে নিহত হয়েছেন দুই যুবক; যাদেরকে মোটরসাইকেলে করে এসে গুলি করা হয়।
বৃহস্পতিবার রাত ৯টার পর কুয়াইশ এলাকার এভারকেয়ার হাসপাতালের অদূরে এ ঘটনা ঘটে বলে ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানিয়েছেন।
নিহতরা হলেন-মাসুদ কায়সার ও মোঃ আনিস। তাদের বয়স ৩০ থেকে ৩২ বছর।
স্থানীয় এক সাংবাদিক বলেছেন, নিহত দুজনই হাটহাজারী উপজেলার আওয়ামী লীগ সমর্থিত সাবেক চেয়ারম্যান ইউনুস গনি চৌধুরীর পক্ষের কর্মী।
চট্টগ্রামের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) ওয়াসিম ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বায়েজিদ বোস্তামীর নূর মসজিদ এলাকা থেকে দুইজন হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি পৌঁছালে একদল তাদের লক্ষ্য করে গুলি করা হয়।
ঘটনাস্থলেই আনিস মারা যায় জানিয়ে তিনি বলেন, হামলার পর মাসুদ পালিয়ে যাবার পথে হাটহাজারীর মজুরিপাড়া এলাকায় মারা যান।
কারা গুলি করেছে কিংবা কেন এ হামলা তা তাৎক্ষণিকভাবে পুলিশ জানতে পারেনি।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলছে, নিহত দুইজনকে মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা কাছ থেকে গুলি করে চলে যায়। কুরাইশ এলাকাটি নগরীর শেষ প্রান্তে। এটি সিটি করপোরেশনের শেষ দিক এবং হাটহাজারী উপজেলার সীমানার কাছাকাছি।