মন্দির কমিটিগুলো অভিযোগ দিলে সেই প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা তারেক আজিজ।
Published : 08 Jan 2025, 08:42 PM
চট্টগ্রামের হাটহাজারীতে এক রাতে চারটি মন্দিরে চুরি ও দুটিতে চুরির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার চৌধুরীহাট এলাকায় এক কিলোমিটারের মধ্যে এসব মন্দিরে এসব ঘটনা ঘটে।
যেসব মন্দিরে চুরির অভিযোগ পা্ওয়া গেছে সেগুলো হলো- চৌধুরীহাটের বণিক পাড়ায় শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম, বিশ্বেশ্বরী কালী মন্দির, চৌধুরী পাড়ার সত্যনারায়ণ সেবাশ্রম ও দক্ষিণ পাড়ার একটি পারিবারিক মন্দির।
এছাড়া মন্দিরগুলোর অদূরে ইছামতি মা মগেদশ্বরী মন্দির ও দক্ষিণ পাড়ার আরেকটি পারিবারিক মন্দিরে চুরির চেষ্টা হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনটি মন্দিরের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি হয়েছে। একটি মন্দিরে চুরির চেষ্টা হয়েছে।
“এছাড়া একটি ঘরের মন্দির থেকে এক হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে এবং অপর একটি বাড়ির মন্দিরে চেষ্টা হয়েছে চুরির।”
প্রভু জগদ্বন্ধু আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন পালিত বলেন, “আমাদের ধারণা মঙ্গলবার গভীর রাত দুইটা থেকে বুধবার ভোর চারটার মধ্যে এসব চুরির ঘটনা ঘটেছে।
“আশ্রমের চারটি দান বাক্স ভেঙ্গে টাকা চুরির পাশাপাশি রাধা গোবিন্দ গৌর নিতাই মূর্তির স্বর্ণালঙ্কার ও নিত্যসেবার তৈজসপত্র চুরি হয়।”
দানবাক্সগুলোতে ৫০-৬০ হাজার টাকা থাকতে পারে জানিয়ে লিটনের দাবি সবমিলিয়ে প্রায় চার লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
স্থানীয়ভাবে জানা গেছে, সত্য নারায়ন আশ্রমের দান বাক্স ও বিশ্বেশ্বরী কালী মন্দিরে মূর্তির গলায় থাকা স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। ইছামতি মগেদ্বশ্বরী মন্দিরে চুরির চেষ্টা হয়েছে।
পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, “আমরা মন্দির কমিটিগুলোকে বলেছি অভিযোগ দিতে। তাদের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।”