আগের দিন সংগঠনের মুখ্য সংগঠককে ‘অবরুদ্ধ’ করে রাখা ও মারামারির জন্য একে অপরকে দায়ী করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
Published : 13 Jan 2025, 02:00 AM
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইপক্ষের মধ্যে মারামারি এবং এক অপরকে দোষারোপের ঘটনার পরদিন পৃথকভাবে কর্মসূচিও পালন করেছে তারা।
রোববার সকালে নগরীর প্রেস ক্লাবে সংগঠনের চট্টগ্রামে দুই সমন্বয়কের অনুসারীদের একপক্ষ সংবাদ সম্মেলন এবং বিকালে অপর পক্ষ ক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করে নিজেদের স্বপক্ষের বক্তব্য তুলে ধরে।
সকালে প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে সাতজন ছাত্রী সংবাদ সম্মেলন করেন সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফীর পক্ষ হয়ে।
বিকালে মানববন্ধন কর্মসূচি পালন করে সমন্বয়ক রাসেল আহমেদের অনুসারীরা।
তবে উভয় কর্মসূচিতে রাফি বা রাসেল কেউই উপস্থিত ছিলেন না। পৃথক এ কর্মসূচির বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি।
শনিবার চট্টগ্রামে সাংগঠনিক কর্মসূচি পালন করতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও অপর এক সমন্বয়ককে অবরুদ্ধ করার অভিযোগ ওঠে।
এজন্য একে অপরকে দোষারোপ করেন সংগঠনটির চট্টগ্রামের দুই সমন্বয়ক ও তার অনুসারীরা। তাদের মধ্যে মারামারির ঘটনাও ঘটে।
শনিবার বিকালে নগরীর ২ নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘জুলাই ঘোষণাপত্রের’ পক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরণ শুরু হয়। কর্মসূচি শেষে নগরীর দামপাড়া এলাকায় ওসায়ার মোড়ে সংগঠনের কার্যালয়ে যান মুখ্য সংগঠক হান্নান মাসউদ ও রাসেল আহমেদ। সেখানে তাদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে।
এর জেরে শনিবার রাতে প্রেস ক্লাবে একটি অংশ সংবাদ সম্মেলনে এলে সেখানে একে অপরকে দোষারোপের ঘটনা ঘটে।
এর একদিন পর রোববার রাফি ও রাসেলের অনুসারীরা পৃথক কর্মসূচি পালন করলেন।
রাফির অনুসারীরা সকালে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ”শনিবার কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কের উপস্থিতিতে অভ্যন্তরীণ ঘটনা ঘটে। ওখান থেকে ফিরে আসার সময় কিছু ছেলে লাঠিসোটা ও কিরিচ নিয়ে দাঁড়িয়ে ছিল। তারা আমাদের এসব নিয়ে সোশ্যাল মিডিয়াতেও হেনস্থা করে। ”
এসময় নারী সমন্বয়ক ফাতেমা খানম লিজা এসব ঘটনা যারাই ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
বিকালে সমন্বয়ক রাসেল আহমেদের অনুসারীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে অভিযোগ করেন, রাফির প্রশ্রয়ে ‘ডট গ্যাং’ নামে একটি ’কিশোর গ্রুপ’ এ হামলা চালিয়েছে।
কর্মসূচি থেকে হামলাকালীদের গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়। এতে বক্তব্য রাখেন রিদোয়ান সিদ্দিকী, মিনহাজ রহমান, নিলা আফরোজ।