রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৩ কর্মচারী

তিনজনের শরীর ১৩ থেকে ১৫ শতাংশ পুড়েছে। তবে তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো
Published : 20 Feb 2023, 10:15 AM
Updated : 20 Feb 2023, 10:15 AM

চট্টগ্রামের এক রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে তিন কর্মচারী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

নগরীর খুলশীর হলিক্রিসেন্ট হাসপাতালের কাছে ফিউশন ক্যাফে নামের এক রোস্তরাঁর সোমবার সকালের এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, কাশেম (১৭), নুর হোসাইন (২০) ও মুবিনুল হক (২২)

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।“ 

চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমদ জানান, তিনজনের শরীর ১৩ থেকে ১৫ শতাংশ পুড়েছে। তবে তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিস্ফোরণের কারণ জানতে পুলিশ তদন্ত করছে বলেও জানান ওসি সন্তোষ কুমার।