বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রামের সঙ্গে চারটি ট্রেনের যাত্রা বাতিল

তবে চট্টগ্রাম থেকে ঢাকামুখী তুর্ণা নিশীথার যাত্রা বাতিল হয়নি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2024, 05:46 PM
Updated : 17 March 2024, 05:46 PM

কুমিল্লায় আন্তঃনগর বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে চট্টগ্রামের সঙ্গে চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম রেলস্টেশনের ব্যবস্থাপক মুনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লার দুর্ঘটনার কারণে বিভিন্ন রুটের চারটি আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধুলীর যাত্রা বাতিল হওয়ায় ঢাকা থেকে চট্টগ্রামুখী তুর্ণা নিশীথারও যাত্রা বাতিল করা হয়েছে।

রোববার রাতের জামালপুর থেকে চট্টগ্রামমুখী বিজয় এক্সপ্রেস এবং দুর্ঘটনায় পড়া সোমবার সকালের চট্টগ্রাম থেকে জামালপুরমুখী বিজয় এক্সপ্রেসের যাত্রাও বাতিল করা হয়েছে।

তবে চট্টগ্রাম থেকে ঢাকামুখী তুর্ণা নিশীথার যাত্রা বাতিল হয়নি বলে জানান স্টেশন ব্যবস্থাপক মুনিরুজ্জামান।

রোববার বেলা ১টা ৩৫ মিনিটে কুমিল্লার হাসানপুর স্টেশনের কাছে ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। 

লাইনচ্যুত হওয়ার পর বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে-ছটিয়ে পড়ে। ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।