তার স্বামীকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।
Published : 23 May 2024, 11:49 PM
চট্টগ্রামে তালাবদ্ধ বাসা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার চকবাজার চাঁন মিয়া মুন্সী লেইনের ইমাম কলোনীর একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশটি ইয়াসমিন আক্তার (২৩) নামের এক নারীর। স্বামী ও তিন বছর বয়সী মেয়েসহ তিনি বাসাটিতে ভাড়া থাকতেন।
চকবাজার থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই নারীর স্বামীর নাম জুবাইর উল্লাহ। সকালে জুবাইর ঘরের মালিককে ফোন করে জানান, গতরাতে তারা স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। তখন তিনি তার স্ত্রীকে মারধর করেন। বর্তমানে ইয়াসমিন কী অবস্থায় আছে তা দেখতে বলেন।
“বাড়ির মালিক পুলিশকে বিষয়টি জানানোর পর পুলিশ গিয়ে ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করে।”
পুলিশ জানায়, চার বছর আগে জুবাইর ও ইয়াসমিনের বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী একটি কন্যা সন্তান আছে। স্ত্রীকে হত্যার পর জুবাইর তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে।
ওসি ওয়ালী উদ্দিন বলেন, “জুবাইর কখন পালিয়ে গেছে সেটি কেউ জানতে পারেনি। পুলিশ লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করে। জুবাইরকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।”