ঐক্য পরিষদের সহ-সভাপতি চন্দন বিশ্বাস বলেন, “ক্ষমতায় যেই আসুক আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই।”
Published : 11 Aug 2024, 08:36 PM
আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাঙচুর, লুটপাট ও জমি দখলসহ অত্যাচারের প্রতিবাদে চট্টগ্রামে দ্বিতীয়দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
রোববার বিকালে নগরীর আন্দরকিল্লা মোড়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সনাতনী ঐক্য পরিষদ, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠনগুলোর অংশগ্রহণে এ কর্মর্সূচি পালন করা হয়।
বিকাল থেকেই এ প্রতিবাদ সমাবেশে জাতীয় পতাকা, কালো পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে সব বয়সীরা অংশ নেন।
‘আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়ব না’; ‘আমার মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই’; ‘তুমি কে, আমি কে বাঙালি বাঙালি’; ‘দেশ ছাড়তে হুমকি কেন, রাষ্ট্র জবাব চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
সমাবেশে ঐক্য পরিষদের সহ-সভাপতি চন্দন বিশ্বাস বলেন, “এত হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
“আমরা তো এ দেশেই জন্মেছি, স্বাধীনভাবে চলতে চাই। ক্ষমতায় যেই আসুক আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই।”
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর আন্দেরকিল্লার মোড় থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় মোড়, জামালখান হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
দেশব্যাপী হিন্দুদের ওপর হামলা নির্যাতনের প্রতিবাদে শনিবার বিকালেও নগরীর চেরাগীর পাহাড় মোড়ে ‘বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ’র ব্যানারে বিশাল প্রতিবাদ সমাবেশ হয়।