গরুর খাবার নিয়ে তর্কে জড়িয়েছিলেন তারা।
Published : 01 Dec 2023, 05:34 PM
কথা কাটাকাটির জের ধরে মেয়ের দায়ের কোপে চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাণ হারিয়েছেন এক বাবা।
শুক্রবার উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ সরাইয়া বলির জুম পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৫০)। তার মেয়ে ২০ বছর বয়সী হুমাইরা বেগমকে পুলিশ গ্রেপ্তার করেছে।
লোহাগাড়া থানার এসআই সত্যজিৎ ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গরুকে ভূষি খাওয়ানো কেন্দ্র করে বাবা-মেয়ের কথা কাটাকাটি থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
“স্বামীর সাথে বনিবনা না হওয়ায় হুমাইরা বাবার বাড়িতে থাকেন। সেখানে একটি গরু পালন করেন। সকালে হুমাইরা গরুকে ভূষি খেতে দিলে তার পরিবর্তে ঘাস দিতে বলে বাবা রহমান। এ নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
“একপর্যায়ে হুমাইয়া দা দিয়ে তার বাবাকে হাতে ও গলায় কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় হুমাইরাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসআই সত্যজিৎ।