সীতাকুণ্ডে পুড়ল তুলার গুদাম

গুদামটিতে আমদানি করা তুলা রাখা ছিল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2023, 08:12 AM
Updated : 11 March 2023, 08:12 AM

অক্সিজেন প্ল্যান্টে অগ্নিকাণ্ডের পর আবার আগুন দেখল চট্টগ্রামের সীতাকুণ্ডবাসী।

এবার পুড়েছে একটি তুলার গুদাম, যার অবস্থান ছোট কুমিরা এলাকার নেমসন কন্টেইনার ডিপোর কাছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তুলার গুদামটিতে আগুন লাগে বলে কুমিরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ জানিয়েছেন।

বেলা দেড়টায় সেখানে আগুন জ্বলছিল। তবে আগুন নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

সুলতান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুলার গুদামটি লোকমান নামে এক ব্যক্তির। সেখানে ইউনিটেক্স নামে একটি প্রতিষ্ঠানের আমদানি করা তুলা মজুদ রাখা হয়েছিল।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করছে। এখনও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Also Read: ঘনবসতির মধ্যেই সীমা অক্সিজেন প্ল্যান্ট; উবে গেল প্রাণ, রেখে গেল ধ্বংসচিহ্ন