শিকারীরা দাঁতের জন্য হাতিটিকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুন।
Published : 09 Apr 2025, 08:54 PM
বাঁশখালীর সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছে, যেটিকে হত্যার পর দাঁত তুলে নেওয়া হয়েছে বলে দাবি করছে বন বিভাগ।
বুধবার বিকালে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বাঁশখালী উপজেলার জলদি রেঞ্জের পাইরাং নামক এলাকার সংরক্ষিত বনে মৃত হাতিটি পাওয়া যায়।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় লোকজনদের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের লোকজন গিয়ে মৃত হাতিটি দেখতে পায়।
“পুরুষ হাতিটির বয়স সাত-আট বছর।”
তিনি বলেন, “হাতিটির শরীরের বিভিন্ন অংশে ধারাল কিছুর আঘাতের চিহ্ন দেখা গেছে। সেটির দাঁত ও নখ তুলে ফেলা হয়েছে।”
শিকারীরা দাঁতের জন্য হাতিটিকে হত্যা করে থাকতে পারে জানিয়ে আবদুল্লাহ আল মামুন বলেন, “এটিকে কয়েকদিন আগে হত্যা করা হতে পারে।”
মৃত হাতিটির ময়নাতদন্ত করা হবে বলেও জানান তিনি।