সেখানকার পাহাড়ি জমিতে লেবু চাষ হয়। দুই উপজেলার মানুষের কাছেই এলাকাটি দুর্গম।
Published : 10 Apr 2025, 06:57 PM
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গুলিতে এক লেবু চাষির মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. নুরুল আমিন বলেন, দুর্গম পাহাড়ের এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দুজন হাসপাতালেও ভর্ আছেন।
ঘটনাটি ঘটে গত বুধবার রাতে; সরফভাটা ইউনিয়নের বোয়ালখালী-রাঙ্গুনিয়া সীমান্তবর্তী দুইজ্জাখালের লেমু এলাকায়।
নিহত লেবু চাষির নাম আওয়াই মং মারমা (৩২)। তিনি সরফভাটা বরখোলাপাড়া এলাকার বাসিন্দা।
আহত ওয়াইং মারমা (৩০) ও সাউচিং মারমাকে (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমতল থেকে কয়েক কিলোমিটার ভেতরে দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে। দুই উপজেলার সীমান্তবর্তী এ এলাকায় কোনো জনবসতি নেই।
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, সেখানকার পাহাড়ি এলাকায় লেবু চাষ হয়। দুই উপজেলার মানুষের কাছেই এলাকাটি দুর্গম। সম্প্রতি লেবু চুরি বেড়ে যাওয়ায় সেখানে চাষিরা রাত জেগে পাহারা বসান।
হতাহতরাও বাগান পাহারায় ছিলেন। রাতের কোনো একসময় কয়েকজন তাদের লক্ষ্য করে গুলি চালায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, গুলিতে আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।