সরকারিভাবে মিয়ানমার থেকে এক লাখ ৫ হাজার টন চাল আমদানির অংশ হিসেবে সর্বশেষ চালানে ২৩ হাজার টন এই আতপ চাল এল।
Published : 19 Feb 2025, 08:54 PM
মিয়ানমার থেকে সরকারিভাবে আমদানি করা ২৩ হাজার টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।
বুধবার দুপুরের দিকে ‘এমভি ইয়ং এন’ নামের জাহাজটি চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর জেটিতে ভেড়ে।
বর্তমান অর্ন্তবর্তী সরকারের সময়ে বাংলাদেশ-মিয়ানমার ‘জি-টু-জি’ চুক্তির আওতায় এসব চাল এসেছে।
চট্টগ্রাম খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাজ থেকে চালের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সব ঠিক থাকলে রাতের মধ্যে জাহাজ থেকে চাল খালাস শুরু হতে পারে।”
তিনি বলেন, সরকারিভাবে মিয়ানমার থেকে এক লাখ ৫ হাজার টন চাল আমদানির অংশ হিসেবে সর্বশেষ চালানে ২৩ হাজার টন এই আতপ চাল এল।