Published : 10 Mar 2025, 08:25 PM
স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে ‘১ টাকায় এক হাজার টাকার’ নিত্য পণ্য পেয়েছেন চট্টগ্রামের ৫০০ পরিবার।
সোমবার চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে এই ‘এক টাকায় রোজার বাজার’ কার্যক্রমের আয়োজন করে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
এই আয়োজনের উদ্বোধন করে সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, “বিদ্যানন্দের আজকের এই এক টাকায় রোজার বাজারে এসে আমার মনে হচ্ছে শায়েস্তা খার আমল ফিরে এসেছে। অভাবী মানুষজন এখান থেকে ১ টাকা মূল্য পরিশোধ করে হাজার টাকার পণ্য বাছাই করার স্বাধীনতা পাচ্ছে।
“এই আইডিয়া অভাবনীয়, প্রশংসার দাবি রাখে। বিদ্যানন্দ থেকে দেখে যদি সমাজের অন্যান্য বিত্তবানেরা মানুষের এগিয়ে আসেন তাহলে এই রমজানে মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে আমি বিশ্বাস করি।”
ওই বাজারে ১ কেজি চাল ১ টাকায়, ১ কেজি ছোলা ২ টাকায়, ১ ডজন ডিম ২ টাকায়, ১ লিটার তেল ৪ টাকায় এবং ১ টি মুরগি ৬ টাকায় পাওয়া যায়। এই মূল্য হলো ‘টোকেন মানি’।
যারা পণ্য কিনতে আসনে তারা ১ টাকা দিয়ে ২০টি ‘টোকেন’ পান যেটি দিয়ে তারা বিভিন্ন কাউন্টারে গিয়ে এসব পণ্য কিনে নিতে পারেন।
অনুষ্ঠানে বিদ্যানন্দের গভর্নিং বডির পরিচালক জামাল উদ্দিন বলেন, “রমজান মাসকে বলা হয় সহমর্মিতার মাস। কেননা এক মাসের রোজা পালনের দ্বারা রোজাদার ক্ষুধার্ত মানুষের কষ্ট উপলব্ধি করতে সক্ষম হয়।
“এর ফলে তার অন্তরে আর্ত-পীড়িত ও ব্যথিত মানব-গোষ্ঠীর প্রতি সহমর্মিতা জাগে। রোজাদারের উচিত তার এই জাগ্রত সহানুভূতিকে কাজে লাগানো এবং তাদের ব্যথা উপশমে কার্যকরী ভূমিকা রাখা। তা বুদ্ধি-পরামর্শ ও কায়িক সহযোগিতা এবং দান-দক্ষিণা বিভিন্নভাবেই হতে পারে “
তিনি বলেন, “বিদ্যানন্দ ফাউন্ডেশন ও তার স্বেচ্ছাসেবী দাতারা সেই কাজটিই বছরের পর বছর করে যাচ্ছে। আজকেই এই বাজারে ৫০০ শতাধিক দরিদ্র পরিবার ১ টাকা দিয়ে কমপক্ষে ১০০০ টাকার নিত্যপণ্য নিয়ে যেতে পারবেন, যা তাদের এই দুঃসময়ে কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানার ওসি মো. সোলেমান, মেয়রের একান্ত সচিব মারুফুল হক মারুফ প্রমুখ।