অশোক সাহা বলছেন, এখন টাকা না দিলে পরে ‘আরও বড় শঙ্কায়’ পড়ে যাবার হুমকি দেওয়া হয়েছে তাকে।
Published : 11 Dec 2024, 10:17 PM
চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অশোক সাহাকে মোবাইলে ফোন করে টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে বুধবার সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
অশোক সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে এক ব্যক্তি তার মোবাইলে ফোন করে মামলা পরিচালনার জন্য ‘আর্থিক সহায়তা’ চান।
“মোবাইলে অপর প্রান্ত থেকে বলা হয় ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে মামলা করতে টাকা পয়সার প্রয়োজন। তাই সহযোগিতা দরকার।”
অশোক সাহা বলেন, “তাকে আমি বলি, আমি নিজেও রাজনীতি করি, এসবে আমি নেই। তার পরিচয় জানতে চাইলে অপর প্রান্তের লোকটি নিজেকে শিবির নাছিরের সহযোগী পরিচয় দিয়ে আরেকজনকে কথা বলতে দেয়। তখনই আমি বুঝেছি তারা প্রতারক। কারণ যিনি কথা বলেছেন তার কথার টোন আমার কাছে চট্টগ্রামের মনে হয়নি।”
সিপিবি নেতা বলেন, ফোনে দ্বিতীয় ব্যক্তি তাকে হুমকি দেন, এখন টাকা না দিলে পরে ‘আরও বড় শঙ্কায়’ পড়ে যেতে হতে পারে।
কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, “আমরা জিডি গ্রহণ করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”