বাঁশখালীতে বেকারিতে শ্রমিক খুন

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2024, 01:52 PM
Updated : 23 Feb 2024, 01:52 PM

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক বেকারি শ্রমিকের লাশ উদ্ধারের পর পুলিশ বলছে, তাকে পিটিয়ে খুন করা হয়েছে। 

শুক্রবার ভোরে পৌর সদরের ‘মায়ের দোয়া' নামে একটি বেকারিতে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার। 

নিহত শাহ আলমের (৩৫) বাড়ি সাতকানিয়া উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। 

পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর জানান, শাহ আলম ‘মায়ের দোয়া' বেকারিতে সেলসম্যান হিসেবে কাজ করতেন।

বৃহস্পতিবার দুপুরে শাহ আলমের সঙ্গে মাহবুব নামে অপর এক শ্রমিকের বিতণ্ডা হয়। বেকারি ব্যবস্থা দুই জনকে তখন সরিয়ে দেন।

পরিদর্শক সুধাংশু জানান, শাহ আলমসহ আরও কয়েকজন শ্রমিক রাতে সাধারণত বেকারিতেই থাকেন। আর মাহবুব থাকেন বাড়িতে। শুক্রবার সহকর্মীরা নামাজ পড়তে মসজিদে যাওয়ার পর হত্যাকাণ্ড ঘটে। 

পুলিশ কর্মকর্তা সুধাংশু বলেন, “প্রাথমিকভাবে জেনেছি, শাহ আলম ঘুমিয়ে থাকা অবস্থায় মাহবুব ভোরে বেকারিতে যায়। সেখানে শাহ আলমকে পিটিয়ে মারাত্মক জখম করে মাহবুব। 

“পরে সহকর্মীরা বেকারিতে এসে শাহ আলমকে রক্তাত দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।” 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলে জানান পরিদর্শক শুধাংশু।