অনুমতি বাতিল হওয়ায় দিনের বাকি আয়োজন সম্পন্ন করতে পারেনি আয়োজকরা।
Published : 15 Feb 2025, 10:25 PM
চট্টগ্রামের সিআরবিতে ‘প্রমা আবৃত্তি সংগঠনে’র বসন্তবরণ উৎসবের মাঝপথে অনুষ্ঠানের অনুমতি বাতিল করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।
উৎসবের প্রথম পর্বের অনুষ্ঠান শেষে শনিবার দুপুরে ‘অনিবার্য কারণবশত’ অনুমতি বাতিলের কথা আয়োজকদের জানায় রেলওয়ে। এতে দিনের বাকি আয়োজন সম্পন্ন করতে পারেননি আয়োজকরা।
প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১টার পর রেলওয়ের পক্ষ থেকে টেলিফোনে বিকালের অনুষ্ঠানের অনুমতি বাতিলের বিষয়টি জানানো হয়।
“বেলা ২টার একটু পরে একটি চিঠি দেয়া হয় রেলের পক্ষ থেকে। সেখানে অনিবার্য কারণে অনুষ্ঠানের অনুমতি বাতিলের কথা জানানো হয়। এর বেশি কিছু আমরা জানি না। পরে আমরা বিকালের অনুষ্ঠান আর করিনি।”
তবে এ বিষয়ে রেলওয়ের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।
এদিন নগরীর সিআরবির শিরীষতলায় দিনব্যাপী বসন্তবরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রমা আবৃত্তি সংগঠন। সকাল ও বিকালে অনুষ্ঠান করার জন্য আগে থেকেই রেলওয়ের পূর্বাঞ্চলের অনুমতি নিয়েছিল সংগঠনটি।
সকাল ৯টায় অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়, চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এরপর বিকাল ৩টায় আবার দ্বিতীয় পর্ব শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত উৎসবের সূচি ঠিক ছিল।
রাশেদ হাসান বলেন, “রেলের কাছ থেকে আগে অনুমতি নিয়ে আমরা অনুষ্ঠান আয়োজন করি। সকালে উৎসব শুরু হয়ে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুন্দরভাবে সব হয়েছে।”
গত ১৫ বছর ধরে সিআরবির শিরীষতলায় বসন্ত বরণ অনুষ্ঠান করে আসছে প্রমা আবৃত্তি সংগঠন।
এ বিষয়ে জানতে শনিবার বিকেলে বেশ কয়েকবার রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. সবুক্তগীনকে ফোন করা হলেও তিনি ধরেননি।
বন্ধ হয়ে যাওয়ার আগে সকালের ভাগে উৎসবে বিভিন্ন সংগঠনের শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন। আবৃত্তিশিল্পীরা আবৃত্তি করেন।
বিকালে উৎসব মঞ্চের আলোচনা অনুষ্ঠানে চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেকসহ কবি, সাহিত্যিক ও লেখকদের বক্তব্য এবং সাংস্কৃতিক পর্বে নাচ, গান ও আবৃত্তি পরিবেশনের কথা ছিল।
কোতয়ালী থানার ওসি আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনেছি বিকালে তারা প্রোগ্রাম করেনি। কেন করে নাই, সেটা আমরা জানি না।”