“যদি পেশাজীবীদের কার্যক্রমে গুণগত পরিবর্তন আনতে না পারি, তাহলে আমরাও বেশি দিন টিকতে পারব না।”
Published : 14 Mar 2025, 09:59 PM
৫ অগাস্টের পর দেশের মানুষের ‘মনোজগতে’ পরিবর্তন এসেছে এবং তা আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার সন্ধ্যায় নগরীর পাঁচলাইশে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
খসরু মনে করেন, “বাংলাদেশে ৫ অগাস্ট ও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। সে পরিবর্তন মানুষের আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দিয়েছে। তাদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি।
“এটা অনুধাবন করে জাতীয়তাবাদী রাজনীতিতে মানুষের মনোজগতের কথা ধারণ করতে হবে। আমাদের রাজনীতিতে যদি পেশাজীবীদের কার্যক্রমে গুণগত পরিবর্তন আমরা আনতে না পারি, তাহলে আমরাও কিন্তু বেশি দিন টিকে থাকতে পারব না।”
দেশের স্বাস্থ্যখাতের অবস্থা ‘খুবই খারাপ’ মন্তব্য করে চিকিৎসকরা বলেন, “এটা আপনারা আরও ভালো জানেন। বাংলাদেশের বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা, সেখান থেকে যদি ঘুরে দাঁড়াতে হয়, তাহলে আপনাদের সার্বিক সহযোগিতা দরকার।
“স্বাস্থ্যখাতে আফগানিস্তানের চেয়েও বাংলাদেশের মানুষের ব্যয়ের অবস্থা বেশি খারাপ। এজন্য বিএনপি যুক্তরাজ্যের এনএইচএস (ন্যাশনাল হেলথ সার্ভিস) মডেলের মত সর্বজনীন স্বাস্থ্যসেবার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত আমরা পরিপূর্ণভাবে পালন করব। এজন্য ডাক্তারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, “বাজেটে বাংলাদেশের স্বাস্থ্যখাতে জিডিপির এক শতাংশের আশপাশে ঘুরে বেড়াচ্ছে। স্বাস্থ্যখাতে এত কম বাজেট বিশ্বের কোথাও নেই।
“স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ থেকে ক্রমান্বয়ে বাড়িয়ে ৫ শতাংশ করব। কিন্তু ডাক্তার ও রাজনীতিবিদদের সংস্কৃতি পরিবর্তন না করলে কোনোকিছু কাজ করবে না। আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যেন পরিবর্তনের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারি।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ড্যাবের সভাপতি অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, “আগামী দুয়েক মাসের মধ্যে ড্যাবের নতুন কমিটি ঘোষণা করা হবে। যারা বিগত ১৭ বছর মাঠে কাজ করেছেন, তাদেরকেই কমিটিতে আনা হবে।
“৫ অগাস্টের আগে যারা কমিটির সদস্য ছিলেন, সেখান থেকে ভোটার করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, মহাসচিব আবদুস সালাম, জ্যেষ্ঠ সহ সভাপতি আবদুস সেলিম, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক তমিজ উদ্দিন আহমেদ মানিক, বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ জামিল চৌধুরী ও মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীন বক্তব্য রাখেন।