প্রতিষ্ঠানটি নিষিদ্ধ প্রসাধনীও বিক্রি করছিল।
Published : 19 Mar 2025, 09:41 PM
দেশি পোশাক বিদেশি বলে বিক্রি এবং বেশি দাম নেওয়ায় চট্টগ্রামে ‘মেগা মার্ট‘ নামের একটি শপিং মলকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার নগরীর টেরি বাজার এলাকার শপিং মলটিতে অভিযান চালিয়ে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ফয়েজ উল্লাহ এ জরিমানা করেন।
তিনি বলেন, “প্রতিষ্ঠানটি দেশি পোশাক বিদেশি বলে বিক্রি করছিল, দামও বেশি নিচ্ছিল। কোনো পণ্যের ক্রয় ভাউচারও তারা দেখাতে পারেনি। এছাড়া তারা নিষিদ্ধ প্রসাধনীও বিক্রি করছিল। সবমিলিয়ে তাদের এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।”
এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি এবং নিষিদ্ধ অ্যালকোহলিক পানীয় সংরক্ষণ করায় নগরীর কোতয়ালী মোড়ে অবস্থিত মধুবন মিষ্টির দোকানকে দশ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।
একই এলাকার 'মালঞ্চ' নামের রেস্তোরাঁয় জিলাপি তৈরির সিরায় মরা মাছি পাওয়ায় এবং খাবারে শিল্প রঙ ব্যবহার করায় সাত হাজার টাকা জরিমানা করা হয়।