তারা দুজনই জাতীয় নাগরিক কমিটি ইপিজেড থানা শাখার সদস্য বলে জানা গেছে।
Published : 19 Mar 2025, 07:51 PM
ফুটপাতের হকারদের কাছে থেকে চাঁদা দাবির অভিযোগে চট্টগ্রামে দুই জনকে আটক করে পুলিশে দিয়েছেন হকাররা।
নগরীর বন্দরটিলা সিটি করপোরেশন মার্কেটের সামনে থেকে মঙ্গলবার রাতে তাদের আটক করে হকাররা পুলিশে দিয়েছে বলে জানান ইপিজেড থানার ওসি মো. আখতারুজ্জামান।
আটকরা হলেন- আসাদুজ্জামান রাফি ও আবদুল কাদের ইমন।
তারা দুজনই জাতীয় নাগরিক কমিটি ইপিজেড থানা শাখার সদস্য বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “সমন্বয়ক পরিচয়ে রাফি ও ইমন ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা দাবি করলে হকাররা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।”
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান ওসি আখতারুজ্জামান।
মামলার এজাহার থেকে জানা যায়, ইমন ও রাফি ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে ব্যবসা করলে তাদের চাঁদা দিতে হবে, অন্যথায় ব্যবসায় করতে না দেওয়ার হুমকি দেন। হুমকির মুখে বিভিন্ন সময়ে তাদের চাঁদা দিতেন ব্যবসায়ীরা।
মামলার বাদী মো. আজিম এজাহারে অভিযোগ করেন, বিভিন্ন সময়ে তাদের ভয়ভীতি দেখানোর কারণে কয়েকবার টাকা দিয়েছেন। মঙ্গলবার সকালে ইমন চাঁদা নেওয়ার জন্য ইপিজেড মোড়ে গেলেও টাকা না থাকায় তিনি দিতে পারেননি।
এজাহারে আজিমের ভাষ্য, “রাত ১২টার দিকে রাফি তাকে ফোন করে চাঁদা না দেয়ার কারণ জানতে চান এবং গালাগাল করে ব্যবসা করতে না দেওয়ার হুমকি দিয়ে বন্দরটিলা সিটি করপোরেশন মার্কেটের সামনে যেতে বলেন। সেখানে যাবার পর তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করেন। তারা দুই হাজার টাকা দিলে ইমন ও রাফি তাদের ওপর চওড়া হন। এসময় স্থানীয় লোকজন তাদের আটক করে থানায় নিয়ে যান।”
মামলায় ইমন ও রাফি ছাড়া অজ্ঞাত আরও তিন-চার জনকে আসামি করা হয়েছে।
এদিকে জাতীয় নাগরিক কমিটি ইপিজেড থানার প্রতিনিধি কমিটির দুইটি কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় নেতাদের স্বাক্ষর করা কমিটির তালিকায় ১ নম্বর আসাদুজ্জামান রাফি ও ৩২ নম্বরে আবদুল কাদের ইমনের নাম রয়েছে।
২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮ সেপ্টেম্বর রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও ‘নতুন বাংলাদেশের’ রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে আত্মপ্রকাশ করে নতুন জাতীয় নাগরিক কমিটি।
যদিও গত ২৬ ফেব্রুয়ারি কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র, মুখ্য সংগঠক ছাড়া জাতীয় নাগরিক কমিটির বাকি সব নেতৃত্ব কাঠামো, নির্বাহী কমিটি, সেল ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।