“ঝুঁকিপূর্ণ খাল বা নালাগুলোতে আপাতত বাঁশ দিয়ে ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে স্থায়ী ঘেরাও দেওয়া হবে,” বলেন সিটি মেয়র।
Published : 20 Apr 2025, 08:48 PM
নগরীর অরক্ষিত খাল-নালা চিহ্নিত করে বৃহস্পতিবারের মধ্যে তালিকা করার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
রোববার টাইগার পাসে অস্থায়ী নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে বিশেষ সভায় তিনি এ নির্দেশনা দেন বলে সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শুক্রবার রাতে নগরীর কাপাসগোলা এলাকায় হিজড়া খালে রিকশা পড়ে সাত মাস বয়সী শিশু শেহেরিজ নিখোঁজ হয়। শনিবার সকালে নগরীর চাক্তাই খালের শুটকি পট্টি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সভায় মেয়র শাহাদাত বলেন, “এই দুঃখজনক ঘটনায় আমরা কেউ দায় এড়াতে পারি না। একজন নগরবাসী হিসেবে ও মেয়র হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে।
“মাঠপর্যায়ে কর্মরত প্রকৌশলী, পরিচ্ছন্ন বিভাগের জোনপ্রধান আগামী বৃহস্পতিবারের মধ্যে স্ব-স্ব আওতাধীন ওয়ার্ডের কোথায় ম্যানহোলের ঢাকনা নেই, কোথায় স্ল্যাব খোলা আছে, কোথায় উন্মুক্ত নালা-খাল আছে তা চিহ্নিত করে রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
কাপাসগোলার নবাব হোটেলের পাশে যে হিজড়া খালে রিকশাটি পড়ে যায় সেখানে কয়েকদিন আগেও বাঁশের বেষ্টনী ছিল। তবে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য ওই অংশের বেষ্টনী খোলা হয়।
সভায় মেয়র শাহাদাত বলেন, ঝুঁকিপূর্ণ খাল বা নালাগুলোতে আপাতত বাঁশ দিয়ে ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে স্থায়ী ঘেরাও দেওয়া হবে।
“আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক। এ শহরকে নিরাপদ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। ম্যানহোল খোলা থাকলে, নালার পাশে নিরাপত্তা না থাকলে যে কেউ আমাকে বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাতে পারেন।”
সভায় নাগরিকদের কাছ থেকে এ ধরনের ঝুঁকিপূর্ণ খাল, নালা, ম্যানহোলের তথ্য সংগ্রহে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
সভায় করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যস্ত নগরীতে উদাম নালা, নিরাপদ হবে কবে?
নালায় শিশুর মৃত্যু: বারবার মূর্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা
নালায় শিশু মৃত্যুর দায় এড়াতে পারি না: মেয়র শাহাদাত
চট্টগ্রামে নালায় নিখোঁজ শিশুর লাশ মিলল ১৪ ঘণ্টা পর