মিরাসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার গেইট ও হাটহাজারী উপজেলার বুড়িশ্চরে এসব দুর্ঘটনা ঘটে।
Published : 18 Mar 2025, 07:44 PM
চট্টগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশু ও স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার মিরাসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার গেইট ও হাটহাজারী উপজেলার বুড়িশ্চরে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিরসরাই খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মীরা রানী ভৌমিক (৫৫) ও বিবি খাদিজা (৪)।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে ওই শিক্ষিকা অন্যদের সাথে গাড়ির জন্য স্টপেজে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি পিকআপের ধাক্কায় তিনি মারা যান।
“মীরা রাণীর বাড়ি মিরসরাই উপজেলায়। তিনি স্কুল শেষ করে বাড়ি ফেরার জন্য সেখানে অপেক্ষা করছিলেন। এ ঘটনায় আহত দুই পথচারীকে স্থানয়ি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এদিকে অটোরিকশার ধাক্কায় হাটহাজারী উপজেলার বুড়িশ্চরে শিশু খাদিজার মৃত্যু হয়েছে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাড়ির কাছে সড়কে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত খাদিজাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।