সংঘর্ষে জড়ানো দুই পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশের ভাষ্য।
Published : 19 Mar 2025, 01:43 AM
চট্টগ্রামে 'মোটর সাইকেল' নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে একজন খুন হয়েছে।
মঙ্গলবার রাতে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত রমজান আলীর বয়স ২৪ বছর। এ ঘটনায় পুলিশ তার বিরোধী পক্ষের পাঁচ জনকে আটক করেছে।
সংঘর্ষে জড়ানো দুই পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশের ভাষ্য।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রমজান ও তার বন্ধু আহমদ ছফার সাথে হাসান নামে একজনের মোটর সাইকেল নিয়ে বিরোধ ছিল।
"রাতে রমজান ও ছফা শান্তিরহাট বাজারে গেলে হাসান দলবল নিয়ে তাদের ঘেরাও করে এবং মোটর সাইকেল নিয়ে তর্ক শুরু করে। এক পর্যায়ে তারা হাসানকে পিটুনি দেয়।"
পৃলিশ কর্মকর্তা তারেক বলেন, “হাসানকে মারধরের পর সে লোকজন নিয় ছফা ও রমজানের ওপর পাল্টা হামলা করে। এ সময় তারা রমজানকে মারধর করে ছুরিকাঘাতে জহম করে।”
গুরুতর আহত রমজানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক বলেন, ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে হাসানসহ পাঁচজনকে আটক করেছে।