“বহির্নোঙরসহ চ্যানেল নিরাপদ রয়েছে,” বলেন বন্দর সচিব।
Published : 04 Mar 2025, 08:59 PM
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দাঁড়িয়ে থাকা একটি তেলের ট্যাংকারে ধাক্কা দিয়ে আটকে যায় একটি কন্টেইনারবাহী জাহাজ, যেটিকে চার ঘণ্টা পর সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে বন্দর সচিব মো. ওমর ফারুক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বহির্নোঙরে দাঁড়ানো তেলের ট্যাংকার ‘এমটি রাইনের’ সঙ্গে পানামার পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘এমভি ইয়াং ইউ-১১’ এর সংঘর্ষ হয়। সেসময় এমটি রাইনের নোঙ্গর ক্যাবলের সঙ্গে অপর জাহাজটির প্রপেলার আটকে যায়।
“বন্দরের টাগবোট কান্ডারি-১০, কান্ডারি-৪, বিএলভি লুসাই ও পাইলট ভ্যাসেল ঘটনাস্থলে গিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে কন্টেইনারবাহী জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেয়।”
দুর্ঘটনায় ক্ষতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘এমভি ইয়াং ইউ-১১’ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বহির্নোঙরসহ চ্যানেল নিরাপদ আছে। জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই।