প্রতি লিটার খোলা সয়াবিন তেল মিল গেটে ১৫৩ টাকা, পাইকারিতে ১৫৫ এবং খুচরায় সর্বোচ্চ ১৬০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
Published : 04 Mar 2025, 05:40 PM
আগামী এক মাসের জন্য চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।
পাশাপাশি দুদিনের মধ্যে বাজারে তেল সরবরাহ না হলে সাঁড়াশি অভিযান শুরু হবে বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত হয়।
সভায় সিটি মেয় শাহাদাত হোসেন বলেন, “খোলা সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রি হবে ১৬০ টাকা। এর চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমদানিকারকরা ১৫৩ টাকায় বিক্রি করবেন, আর খাতুনগঞ্জের পাইকাররা বিক্রি করবেন ১৫৫ টাকায়।”
সভার সিদ্ধান্ত অনুসারে, পুরো চট্টগ্রাম জেলায় সয়াবিন তেলের এই মূল্য আগামী ১০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
গত প্রায় এক মাস ধরে চট্টগ্রামের বাজারে বোতলের সয়াবিন তেলের সংকট চলছে। রোজা শুরুর আগের সপ্তাহ থেকে সেই সংকট চরম আকার ধারণ করেছে। এখন চট্টগ্রামে খুচরা পর্যায়ে প্রতি লিটার সয়াবিন তেল সর্বনিম্ন ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মঙ্গলবারের সভায় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “আমাদের বক্তব্য পরিষ্কার, দুদিনের ভিতরে যদি চট্টগ্রামে তেলের সাপ্লাই স্বাভাবিক না হয় তাহলে আমরা গুদাম পর্যায়ে যাব। সাঁড়াশি অভিযান চলবে। নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বিশেষ টাস্কফোর্স কমিটি।”
সভার শুরুতে রোজায় ভোজ্য তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিনিধি, খুচরা বিক্রেতা, পাইকার ও ভোক্তারা আলোচনা করেন।
পরে সর্বসম্মতিক্রমে খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ মূল্য প্রতি লিটারে ১৬০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত হয়।
এছাড়াও সয়াবিন তেলের মূল্য বাজারে কার্যকর আছে কি না তা মনিটরিং করার জন্য নিয়মিত জেলা প্রশাসন এবং সিটি করপোরেশনের অভিযান চলমান থাকবে বলে সভায় জানানো হয়।
সভায় চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি দল ও ভোক্তা প্রতিনিধিদল অংশ নেয়।
এর আগে সোমবার চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে তদারকিতে গিয়ে কোনো বোতলজাত সয়াবিন তেলের সন্ধান পাননি সিটি মেয়র শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম।
এরপর মঙ্গলবার বিশেষ টাস্কফোর্সের এই সভা অনুষ্ঠিত হল।
খাতুনগঞ্জে 'নেই' সয়াবিন, যৌথ অভিযানে মেয়র ও ডিসির হুঁশিয়ারি