মোবাইলের গ্যালারিতে একটি একনলা বন্দুকসহ তার এবং হাতে রেখে তোলা পয়েন্ট ৩০৩ ক্যালিবারের একটি গুলির ছবি পাওয়া যায়।
Published : 04 Nov 2024, 07:29 PM
অস্ত্র ও গুলি নিয়ে সেলফি তুলে পুলিশের হাতে ধরা পড়েছেন এক যুবক।
নগরীর বাকলিয়া এলাকা থেকে রোববার রাতে ওই যুবককে আটকের পর তাকে নিয়ে সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে সেই অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম রায়হান ফেরদৌস মোরশেদ (২৪), তিনি সাতকানিয়া উপজেলার দ্বীপের কুল বাংলাবাজার এলাকার বাসিন্দা।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে বাকলিয়া শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকায় বাস থেকে নেমেছিলেন রায়হান ফেরদৌস। এসময় সেখানে পুলিশ দেখে তড়িঘড়ি করে টেম্পোতে ওঠার চেষ্টা করছিলেন তিনি।
“সন্দেহজনক আচরণ দেখে পুলিশ রায়হান ফেরদৌসকে তল্লাশি করলে তার পকেটে একটি কার্তুজ পাওয়া যায়।”
ওসি ইখতিয়ার বলেন, রায়হানের সাথে থাকা মোবাইল ফোন দেখতে চাইলে তিনি তা দেখাতে গড়িমসি শুরু করেন। পরে মোবাইলের গ্যালারিতে একটি একনলা বন্দুকসহ তার এবং হাতে রেখে তোলা পয়েন্ট ৩০৩ ক্যালিবারের একটি গুলির ছবি পাওয়া যায়।
থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বন্দুক ও গুলি তার বাড়িতে আছে বলে স্বীকার করে। তাকে নিয়ে সাতকানিয়া থানা পুলিশের সহযোগিতায় তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে গুলি ও বন্দুকটি জব্দ করা হয় বলে জানান ওসি।
রায়হান ফেরদৌসের বিরুদ্ধে অস্ত্র আইনে বাকলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।