ভাইরাসটিতে সংক্রমিত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের সংস্পর্শ আসা আরও ১৬১ জনকে শনাক্তের চেষ্টা করছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে হাসপাতালে তারা মারা যান।
মৃতরা হলেন- নগরীর সদরঘাট এলাকার বাসিন্দা সাবরিনা সুলতানা (২১) এবং বাকলিয়া এলাকার বাসিন্দা আবদুল গণি (৯০)। তাদের মধ্যে সাবরিনা বৃহস্পতিবার এবং গণি শনিবার হাসপাতালে ভর্তি হন বলে জানান সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।
এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হলো। এর মধ্যে পাঁচজনই নগরীর বাসিন্দা। অন্য একজন সাতকানিয়ার এবং আরেকজন বান্দরবানের বাসিন্দা। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৪০ জনের মৃত্যু হয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪০ জন। চলতি বছর জেলায় মোট ৫ হাজার ৩৯৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।